দ্য গ্রেট চাংশা Poem by Abu Sayeed

দ্য গ্রেট চাংশা

আমি কেউ একজন, অতি সাধারণ
চাংশায় পড়াশোনা, দ্বিতীয় আবাসন;
দেশ থেকে দূরে
শিয়াং নদীর তীরে
মা তোমায় সদা তবু মনে পড়ে!

ইউয়েলু পর্বত অতি পবিত্র
কনফুসিয়াস, তাওবাদ, বৌদ্ধধর্মের ক্ষেত্র
মনোরম, চিত্তাকর্ষক পর্যটন কেন্দ্র!
মাঝে মাঝে বই খুলি স্কুল গ্রন্থাগারে
ইতিহাস সন্ধানে ডুবি মাওয়াংতুইয়ের গভীরে।
জিটা করভি তারকা চাংশার প্রতীকী রূপ
অমায়িক চীনারা ভুলায় গৃহাকুল দুখ!

চাংশায় জন্ম নিলেন থিয়ান হান
চীনের জাতীয় সংগীত যিনি লিখেছেন,
অসংখ্য বিপ্লবীদের চাংশা তীর্থস্থান
মহামান্য অনেক লোকেদেরও এটা বাসস্থান,
এমনকি চেয়ারম্যান মাওয়ের জন্মভূমিও,
চৌ রাজবংশের অধীনে যা প্রথম এসেছিল,
অরেঞ্জ দ্বীপে কেটেছে তার দুরন্ত বাল্যকাল
কমরেডদের সাথে তিনি কেটেছেন সাঁতার।
তুষার শুভ্র বরফে সজ্জিত হয় এই নগরী
লোহিত হয় যখনি ম্যাপলের সারি!
আছে যত মজাদার হুনানের খাদ্য
চাংশা চৌ তোফু স্বাদে বিচিত্র!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখ ওয়েনশি অগ্নিকাণ্ডটি
চাংশাকে করেছিল সর্বস্বান্ত নগরের একটি,
মধ্যরাতে আমার রুমমেট দেয় সেই অনুভূতি
আমার জন্য জ্বালে যখন পড়ার ডেক্সের বাতি।
জায়গাটি হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ
রহস্য ছড়িয়ে আছে সর্বত্র,
থাকত যদি আমার ছোট্ট একটি পান্ডা
রুমমেটের মতো এতো দুষ্টু হত না!
হুনান প্রদেশের সুন্দরী মহারাণী চাংশা
করেছে আমায় বিশ্বজনীন, দিয়েছে ভরসা!

দ্য গ্রেট চাংশা
COMMENTS OF THE POEM
Close
Error Success