দুর্ঘটনা (Accident) Poem by Abu Sayeed

দুর্ঘটনা (Accident)

থমকে থাকি দাঁড়িয়ে
দেখে আকস্মিক দুর্ঘটনা,
মেহেদির রঙে রাঙানো ছিল
নবদম্পতির হাতখানা!

শখ করে নববধূর
কপালে দিয়েছিল কালো টিপ
কে জানত ভূলুণ্ঠিত ভাবে
রাস্তায় তাদের জীবনপ্রদীপ!

যেই আচল দিয়েছে—
বাংলা মা বিছিয়ে,
সেই আঁচলে জড়িয়ে
স্বামীহারা হয়েছে এক মেয়ে!

দাঁড়িয়ে কি ছিলাম আমি মৃত্যুর মিছিলে?
এ যেন মিশে গেছি তামাশায় শামিলে!

এটা কি স্বাধীনতা (!)
রাস্তায় বেরোলে মৃত্যুর ডাক?
তার ও বেশী করুণ সুর—
সেই বেঁচে যাওয়া লোকেদের হাঁক!

Saturday, January 16, 2021
Topic(s) of this poem: accident
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success