Rabindranath On Van Gogh. Poem by Shareq Rahman

Rabindranath On Van Gogh.

Are you just a picture, only a painting on canvas.
Look at those distant nebula,
they are crowding all over the sky,
every day and every night,
torch in hand, they are travellers in the dark,
planets stars and the sun,
are you not as real as them.
Oh no! This picture is just a picture.

You are not infront of my eyes,
but I can see through your eyes today,
I can read you in the greens, also in the blues.
My world has found in you a deep similarity.
I dont know, nobody knows -
your rhyme comes in my song,
in my heart you are a poem -
You are not a picture, not just a picture.

The original in Bengali.
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি॥

নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥

Rabindranath On Van Gogh.
Monday, November 21, 2016
Topic(s) of this poem: lyrical
POET'S NOTES ABOUT THE POEM
Rabindranath comparing poetry with painting.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success