নতুন পৃথিবী Poem by MONI ROY GHOSH

নতুন পৃথিবী

"যদি পারিস আমায় একখানা লাল সূর্য এঁকে দিস।
টকটকে লাল রঙ, যার তীব্র কিরন শুধু আমার হবে।
ঝলমলে রোদ্দুর আমার মনের আনাচ কানাচ পূর্ণ করে দেবে।
যদি পারিস একখানা নদী এঁকে দিস।
আমি ডুব সাঁতারে পারি দেব আমার স্বপ্নের সীমানা
তোর হাত ধরে খুঁজে নেব আপন ঠিকানা।
রঙ তুলি দিয়ে আমায় একটা স্বপ্নের জগত এঁকে দিস।
সব কিছু ভুলে ঘর বাধঁবো সেথায় দুজন,
থাকবে না কোন হইচই থাকবে শুধু পাখির কূজন।
কঠিন বাস্তব থেকে অনেক দূরে
চাওয়া পাওয়ার সীমানা পেরিয়ে
সৃষ্টি হবে এক নতুন পৃথিবী।
থাকবে শুধু ছড়ানো ছেটানো প্রেম ভৈরবী।

নতুন পৃথিবী
Saturday, January 27, 2018
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success