MONI ROY GHOSH Poems

Hit Title Date Added
1.
Vagabond Mind

I did not talk to you long ago
I have not seen much in your eyes.
The two eyes which made me feel confused.
What did you think you forgot?
...

2.
পথ চলা

হলনা পথ চলা একসাথে।
হলনা রাখা হাত তোর হাতে।
যদিও সবটাই ছিল তোর ছলনা।
তবুও কিছু কথা আজও রয়ে গেল বাকি
...

3.
'ফেরারী মন'

'তোমার সাথে কথা হয়নি বহুকাল
বহুকাল তোমার চোখের দিকে চেয়ে দেখিনি।
যে দুটো চোখ আমায় বিভোর করে দিত।
কি ভেবেছ তোমায় ভুলে গেছি?
...

4.
ভালোবাসার_তৃষ্ণা

'কখন যে তোমায় এত ভালবেসে ফেললাম বুঝতেই পারিনি....এতটা কাছাকাছি কখন এলাম তোমার জানতেও পারিনি.....
এতদিন ই বা কোথায় ছিলে?
কেনই বা দুরে ছিলে?
হয়তো দোষটা আমারি ছিল, খোজার মত খুজতে পারিনি তোমায়, হয়তো খুব কাছেই ছিলে আমার, ইচ্ছে করেই ধরা দাওনি, হয়তো বা তুমিও আমায় চিনে নিতে পারনি।
...

5.
Love Desire

** 'When did you realize that you loved so much... When did you come so close, did not you know.....
Where have you been?
Why or why?
Maybe I had a fault, I could not find you like a treasure, maybe too close to me, I did not want it, maybe you could not even recognize me.
...

6.
নতুন পৃথিবী

"যদি পারিস আমায় একখানা লাল সূর্য এঁকে দিস।
টকটকে লাল রঙ, যার তীব্র কিরন শুধু আমার হবে।
ঝলমলে রোদ্দুর আমার মনের আনাচ কানাচ পূর্ণ করে দেবে।
যদি পারিস একখানা নদী এঁকে দিস।
...

7.
সমাধি

যেমন করে খই ছিটিয়ে মৃতদেহ চিতায় তোলে।
তেমনি করে তুমি চিতায় তুলেছো আমাদের চেনা মূহুর্ত গুলো।চিতায় তুলেছো আমাদের স্বপ্ন গুলো।
মুখাগ্নি করেছো জ্বলন্ত কাষ্ঠে।
নিয়ম মেনে অস্থি বিসর্জন দিয়েছো।
...

8.
The Tomb

Just as the scalp spreads the body.
Likewise, you have made us aware of our momentous moments. We dreamed of our dreams.
You made a fire burning flame
Rules have been abolished bone.
...

Close
Error Success