ভালোবাসার_তৃষ্ণা Poem by MONI ROY GHOSH

ভালোবাসার_তৃষ্ণা

Rating: 5.0

'কখন যে তোমায় এত ভালবেসে ফেললাম বুঝতেই পারিনি....এতটা কাছাকাছি কখন এলাম তোমার জানতেও পারিনি.....
এতদিন ই বা কোথায় ছিলে?
কেনই বা দুরে ছিলে?
হয়তো দোষটা আমারি ছিল, খোজার মত খুজতে পারিনি তোমায়, হয়তো খুব কাছেই ছিলে আমার, ইচ্ছে করেই ধরা দাওনি, হয়তো বা তুমিও আমায় চিনে নিতে পারনি।
তোমায় খুজে পেতে বড্ড দেরী হয়ে গেল যে, অনেকটা দেরী,
আজ আর আমি পুরোপুরি তোমার নই......আজ আমি অন্য কারো, যদিও সে আমার মনের মালিক নয়, মনের মালিক হওয়া বুঝি অতই সোজা, সে তো শুধু আমার শরীর চেনে, মনটাকে যে আজো চিনে উঠতে পারেনি....সে আমায় নিজের বলে দাবী করে......অথচ মন টাকে ছুয়ে দেখেনি কখনো, ছুয়েছে শুধু শরীর টাকে।সে বাপু তাতেই খুশি, মনকে চেনা যে বড্ড কঠিন কাজ, শরীর ছোয়া তার চেয়ে ঢের সহজ, জানিনা আবার আমার জন্ম হবে কিনা, জন্মান্তরে যে কোন কালেই বিশ্বাস নেই আমার, তবে শুনেছি অতৃপ্ত আত্মার নাকি আবার জন্ম হয়......আমিও যে তৃপ্ত নই, আমারও যে তৃষ্ণা মেটেনি,
ভালবাসার তৃষ্ণা.
সেই তৃষ্ণা নিয়ে আবার জন্মাব আমি...ঠিক তোমায় খুজে নেব আবার, ন.
.এবার আর ভুল হবেনা তোমায় চিনে নিতে, তোমায় পুরোপুরি নিজের করে নিতে।

ভালোবাসার_তৃষ্ণা
Friday, September 8, 2017
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 11 January 2018

A good start with a nice poem, Moni. You may like to read my poem, Love And Lust. Thank you.

0 1 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success