সমুদ্র ও ফেনা Poem by jewel mazhar

সমুদ্র ও ফেনা


বিমূর্ত রাত্রির ঢেউ
ক্রমাগত ফেনা হয়ে আসে

যুদ্ধ শেষে ভারী রণপোত
কাত হয়। জিরায় নীরবে।

আমি তার রৌদ্রস্নাত ছবি তুলে রাখি।


বন্দরের পাশে কতো ছেঁড়াফাড়া তাঁবুর ভেতরে
বেশ্যাদের ইশারা ও ডাক।

রাত্রির আলস্য থেকে নীলস্তনী
গম্বুজের চূড়া জেগে ওঠে


এ-সকলই তরঙ্গে বহন করে এনে আমি
পৌঁছে দিই নানা দিকে দিকে!

This is a translation of the poem The Sea And Foams by jewel mazhar
Monday, May 9, 2016
Topic(s) of this poem: memory
COMMENTS OF THE POEM
Close
Error Success