Of Stables And Horses Poem by jewel mazhar

Of Stables And Horses

A plate of rice hang's from cloud's rope.
shanty houses of the unfed stand below.

There I am the lone hero.
I reign supreme.



Deceit-covered paths are
full of eerie whispers.

along those paths
self oblivious boys
ply their carts.


Oblivion!
weight of the gathering clouds
will eclipse us;
both you and me.



You dust-smeared,
rheumatic horse!
Smack went the whips!


Tears and steams of the orphanage
go up to fill
the farthest reaches of the space.



Across the barbed wires
from those neigh-filled stables
our horses will jump out
With their bleeding hooves some day.





পথে, আস্তাবলে

১.

একটি ভাতের থালা।
ঝুলে আছে মেঘের দড়িতে
নিচে হাভাতেদের কুঁড়েঘর;
তাতে একা আমিই নায়ক

২.

ছলনা-আবৃত পথ
ভয়ানক ফিসফাসে ভরা;
আত্মভোলা বালকেরা সেই পথে
চালায় শকট

৩.

বিস্মরণ এক মেঘভার;
গ্রাসে নেবে তোমায়, আমায়

৪.

ধুলা-গায়ে পেরেশান
বেতো ঘোড়া;
চাবুক সপাঙ!
এতিমখানার বাষ্পে
ভরে ওঠে দূর মহাকাশ


৫.

কাঁটাতার পার হয়ে,
ভয়ানক রক্তমাখা খুরে
চিঁহিভরা আস্তাবলে
লাফ দেবে আমাদেরই ঘোড়া!

Tuesday, May 17, 2016
Topic(s) of this poem: horses
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success