Tasnim Tahmid Taki Poems

Hit Title Date Added
1.
দিকচক্রবাল

নীল বেদনায় ভর ক'রে আমি হাঁটি
বেদনাবিধুর জলধিতে উত্তাল -
চন্দ্রজোয়ারে কমনীয় পলিমাটি,
চক্রবুহ্যে যা কিছু পরিপাটি -
...

কেবল একটি দীর্ঘশ্বাস ছিল সেখানে
আর তারপরই
পর্বতশৃঙ্গটিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো
তারপর বাকি পর্বতগুলিকেও সেখানেই পাওয়া গেলো
...

Close
Error Success