Stains On Mirror (আয়নার দাগ) Poem by Munira Chowdhury

Stains On Mirror (আয়নার দাগ)

আয়নার দাগ

আয়না হতে পিছলে পড়েছে মুখগুলো
আজ তোমার মুখের গভীরে দেখি ভেঙে-যাওয়া সেই আয়নার দাগ।

বিবর্ণ থৈ থৈ
বিধবার শাদা চোখের মতো চারদিক…
হে দিন, হে রাত্রি, হে বসন্ত, হেমন্ত মৌসুম
হে প্রজাপতির ডানা, পাখির পালক, হে বৃন্দাবনের সিঁদুর
কোথাও কোনো রঙ নেই

আমাদের মেহদীবাগান কালো কুয়াশার নিচে ঢাকা পড়ে আছে।

শুনেছি পাথরে মেহদীপাতা ঘষলে রঙের হলাহল বের হয়ে আসে
আমি আজ হৃৎপিণ্ডকে পাথর বানিয়ে নিয়েছি।

Stains On Mirror (আয়নার দাগ)
POET'S NOTES ABOUT THE POEM
This poem is a self reflection on a mirror. The reflection appear to be stains and not the person who I am.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success