বাঁধন (Relations) Poem by Abu Sayeed

বাঁধন (Relations)

তোমার সঙ্গে একটি সন্ধ্যা-
আকাশ ভরা তারা,
সঙ্গে ছিল জোনাকি পোকা
জোৎস্না দিল সাড়া;
হাসনাহেনার স্নিগ্ধতায়
সুরভিত হয় মন
শিউলী ফুলের সুবাস ছড়ায়
সুশোভিত করে মন!
চারিদিকে খুশির তাল
ঢুলের ধুম ধুম;
আবছা অন্ধকারে আজ
বেদনা হল গুম।

রং তুলিতে সাজিয়ে নিলাম
মনের যত সুখ
খুশিতে আজ আত্মহারা
থাক না যত দুখ!
শিউলী ফুলের মতো গেঁথে
দেব আনন্দমালা,
মেহেদী পাতায় রাঙিয়ে নেব
সুশ্রী দেহ সারা।

মলিন হবে আছে যত
ছন্দহীনের দল;
মন আকাশে নামবে জুড়ে
(অঝর ধারায়) পরিতৃপ্তির ঢল!
পারাপার, কাছে আসা
প্রেম-প্রীতি, ভালোবাসা,
হাত ধরে দেখি চল
মধুর এই ভূবন,
তুমি আমার, আমি তোমার
খানিকের জীবন।

Friday, January 22, 2021
Topic(s) of this poem: romanticism,romance,romantic sayings
POET'S NOTES ABOUT THE POEM
A romantic poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success