কবিতা পরিচিতি ।। বিলি কলিন্স Poem by Rahman Henry

কবিতা পরিচিতি ।। বিলি কলিন্স

Rating: 5.0

কবিতা পরিচিতি ।। বিলি কলিন্স
.
বাঙলায়ন: রহমান হেনরী
.
ওদেরকে একটা কবিতা নিতে বলি
আর রঙিন স্লাইডের মত
তুলে ধরতে বলি আলোর দিকে

কিংবা এর শব্দমালার সাথে ঘঁষতে বলি একটা কান।

বলি, কবিতার মধ্যে একটা ইঁদুর ছেড়ে দাও
আর লক্ষ করো কিভাবে বেরিয়ে যাবার পথ খোঁজে সে,

অথবা বলি, কবিতার কক্ষে প্রবেশ করো
আর আলোর সুইচটা খুঁজতে হাতড়াও এর দেয়ালগুলো।

আমি চাই কবির নামের ঢেউ উপকূলে পৌঁছে দিতে
তার জলতলের উপরিভাগে
ওরা ওয়াটারস্কি করুক।

কিন্তু ওরা যা করে, সেটা হলো, কবিতাকে
একটা চেয়ারের সাথে শক্ত করে দড়ি দিয়ে বাঁধে
এবং একটা স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে।

এটা প্রকৃতই কী বোঝাতে চায়, জানবার জন্য
একটা লোহার পাইপ দিয়ে পেটাতে থাকে কবিতাকে।
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* বিলি কলিন্স (২২ মার্চ ১৯৪১ -) :
মার্কিন কবি ও শিক্ষাবিদ; ২০০১-২০০৩ মেয়াদে সে দেশের পোয়েট লরিয়েট ছিলেন।

This is a translation of the poem Introduction To Poetry by Billy Collins
Saturday, November 11, 2017
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 11 November 2017

Well translated. Beautiful poem with nice theme. I love most lines are... কিন্তু ওরা যা করে, সেটা হলো, কবিতাকে একটা চেয়ারের সাথে শক্ত করে দড়ি দিয়ে বাঁধে এবং একটা স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে। এটা প্রকৃতই কী বোঝাতে চায়, জানবার জন্য একটা লোহার পাইপ দিয়ে পেটাতে থাকে কবিতাকে। Thanks you dear Rahman for sharing here.

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success