চেতনা Poem by Prativa Dey

চেতনা

Rating: 5.0

চেতনা
***প্রতিভা দে।৩১/৮/১৯//
বিশ্ব চেতনায় শিষ্য হয়েছি
নাই আপণ পর
সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর,
চাই শুধু মানব কল্যাণ
না থাকুক ঘর দালান,
মাটির ঘর মাটিতে মেশে
সেটাই তো হয় শেষে
মহাকালের কাছে সবাই
সমান
কারো থাকেনা কোন মান
ধন, বিদ্যা নিয়ে লড়াই
যতই করো রোজ বড়াই,
সব যাবে এক নিমেষে
মহাকাল যদি নিতে আসে,
তাই কর কর সবে সেই কাজ
মানব জনমের থাকে যেন
লাজ,
আনন্দ ফুর্তি সব দিয়েছেন
তেমনি দিয়ে যুক্তি মুক্তি
চেয়েছেন,
নিজের স্বরূপ নিজে টেনেছেন
যাই দিয়ে হোক মানুষ গড়েছেন,
সকল অঙ্গ, সকল সত্বা
তার দেওয়া ফিরিয়ে নেওয়া,
কালের কাছে জবাব দেওয়া।

Saturday, August 31, 2019
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 18 September 2019

সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর, চাই শুধু মানব কল্যাণ না থাকুক ঘর দালান, মাটির ঘর মাটিতে মেশে সেটাই তো হয় শেষে মহাকালের কাছে সবাই সমান..............//// beautiful poetic expression on world unity

0 0 Reply
Jazib Kamalvi 03 September 2019

Seems A good start with a nice poem, Prativa. You may like to read my poem, Love And Iust. Thank you.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Prativa Dey

Prativa Dey

Lindungi, India.
Close
Error Success