একচ্ছত্র ক্ষমতা ।। রোজ মেরি হুয়ান-অস্টিন Poem by Rahman Henry

একচ্ছত্র ক্ষমতা ।। রোজ মেরি হুয়ান-অস্টিন

Rating: 5.0

.

.
লক্ষ-কোটি পিতার
ভার বহনের জন্য
সমস্ত মানুষের মধ্যে
শ্রেষ্ঠতম হিসেবে
মনোনীত হলেন তিনি।

বহুমুখি ব্যক্তিত্বের
লক্ষ লক্ষ শিশু পেলেন
কেউ কেউ ডান ডানায়
কেউ কেউ বাম ডানায়
তা সত্বেও মধ্যপন্থী অনেকেই।

আপামরের পক্ষ থেকে
বিপুল ক্ষমতা পেলেন তিনি
সবদিকেই নজর রাখলেন
তবুও, তার কর্তৃত্ব সাঁটা রইলো
ভারসাম্য নীতির ক্লিপে।

তাঁর ছিলো মহত-উদ্দেশ্যসমূহ
সবার মঙ্গলার্থে
উদ্যোগ নিলেন সংস্কারের
সিংহভাগই সমর্পিত হলো তার ক্ষমতার কাছে
অন্যরা মরিয়া হয়ে বিদায় চাইতে লাগলো তাঁর।

চলার পথে বাধা পেলেন
এবং শক্ত করলেন মুষ্ঠি
ক্ষমতার ক্ষেত্রে
বদলালেন কৌশল
এবং শাসন করতে থাকলেন লৌহদৃঢ় হাতে
শিশুদের জিহ্বা কাটলেন
ভেঙে দিলেন ওদের ডানা।

শাসনের চূড়ান্ত স্বেচ্ছাচার
আস্বাদন করলেন
দ্রাক্ষাসুধার মতো
সবকিছুতে একমাত্র হতে
আরও বেশি মাতাল হতে চাইলেন
বাসনার মাদকতায়
সেই একজন যাকে বলা হলো শ্রেষ্ঠতম
তিনিই পরিণত হলেন পশুতে।

.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রোজ মেরি হুয়ান-অস্টিন (? ? -) : ফিলিপিনের কবি। ফিলিপিন্সের সবচে উত্তরাঞ্চলীয় শহর লাওয়াগে জন্ম তাঁর। শহরটি দক্ষিণ চীন-সমুদ্র বরাবর বিস্তৃত এবং ওই শহরে বলতে গেলে সবাই সবাইকে চেনে। রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ম্যানিলার ইউনিভার্সিটি অব ইস্ট থেকে।

বর্তমানে, এ কবি, স্বামীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বসবাস করছেন।

*
.

*#RosMarieJuanAustinPoems
.

This is a translation of the poem Absolute Power by Rose Marie Juan Austin
Sunday, March 31, 2019
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 31 March 2019

সুন্দর আর সরল অনুবাদ - ...আরও বেশি মাতাল হতে চাইলেন বাসনার মাদকতায় সেই একজন যাকে বলা হলো শ্রেষ্ঠতম তিনিই পরিণত হলেন পশুতে।

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success