মৃত্যুঞ্জয়ী ।।রজার ম্যাগাফ Poem by Rahman Henry

মৃত্যুঞ্জয়ী ।।রজার ম্যাগাফ

Rating: 5.0

.
প্রতিদিন,
মৃত্যু নিয়ে ভাবি।
ভাবি— রোগ, ক্ষুধা,
সহিংসতা, সন্ত্রাসবাদ, যুদ্ধ,
পৃথিবীর পরিসমাপ্তির কথা।

সবকিছু থেকে মনকে দূরে রাখতে
এটাই আমার সহায়ক।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রজার ম্যাগাফ (৯ নভেম্বর ১৯৩৭ -) : বৃটিশ কবি, বাচিক শিল্পী ও শিশুসাহিত্যিক। ‘বিবিসি রেডিও-ফোর' এ ‘পোয়েট্রি প্লিজ' নামে একটি অনুষ্ঠান পরিচালনা করেন। জন্ম ইংল্যান্ডের ল্যাঙ্কেশায়ারে। ১৯৬৭ সালে ‘দ্য মার্সি সাউন্ড' নামক একটি যৌথ কবিতা সংকলনে ব্রায়ান প্যাটেন ও আদ্রিয়ান হেনরীর সাথে তার কবিতা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশের পরপরই বইটির ৫লক্ষ কপি বিক্রি হয়ে গিয়েছিলো।
.

*
#RogerMcGoughPoems
.

This is a translation of the poem Survivor by Roger McGough
Friday, November 9, 2018
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success