পাগলাটে মে' ।।ডব্লিউ বি ইয়েটস Poem by Rahman Henry

পাগলাটে মে' ।।ডব্লিউ বি ইয়েটস

Rating: 5.0

পাগলাটে মে' ।।ডব্লিউ বি ইয়েটস

.

পাগলাটে মে'টা ঋদ্ধ করছে তার গান।
তার কবিতা, নাচছে সমুদ্রসৈকত জুড়ে।

স্বয়ং বিভাজনে তার আত্মা
বেয়ে উঠছে ওপরে, পড়ে যাচ্ছে কোথায় সে জানে না,
একটা মালবাহী বাষ্পীয় জাহাজে লুকিয়ে পড়ছে,
তার হাঁটুর মালই ভাঙা, সেই মে'কে আমি ঘোষণা করছি
সুন্দর এক লোভনীয় বস্তু, কিংবা বীরের মতো হারানো
বস্তু, যাকে খুঁজে পাওয়া গেলো বীরত্বের মহিমায়।

কী বিপর্যয় ঘটেছিলো সেটা কোনও ব্যাপার নয়
সাংগীতিক জখমের মধ্যে সে দাঁড়িয়েছিলো বেপরোয়া,
আহত, বিক্ষত, আর সে তার জয়ভেরী বাজিয়েছিলো
এমন কোথাও, যেখানে কাগজের গাঁইট ও ঝুড়িগুলো পড়ে আছে
ইঙ্গিতপূর্ণ কোনও একক-সাধারণ শব্দ ছাড়াই
অথচ গাইছিলো, ‘হে সমুদ্রক্ষুধিত, ক্ষুধার্ত সাগর।'

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem A Crazed Girl by William Butler Yeats
Friday, February 23, 2018
Topic(s) of this poem: girl,poetry,song
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 May 2019

সুন্দর এক লোভনীয় বস্তু, কিংবা বীরের মতো হারানো বস্তু, যাকে খুঁজে পাওয়া গেলো বীরত্বের মহিমায়।......// beautiful translation

1 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success