ভোধোদয় Poem by Imran Islam

ভোধোদয়

ভবে আসিনি শুধু হেরিতে
আসিয়াছি সবি লাভিতে
লুটিতে আসিনি অবনি পরে
গড়িতে আসিয়াছি তার তরে
কাঁদাতেও নয়, কাঁদিতেও নয়
ধরণী পরে আসা করিতে জয়।


এ সংসারে নেই ঘুমানোর অবকাশ
এসেছি জাগিতে; জাগাতে চার পাশ
ফাসাদ করিতেও ভবে আসিনি
আসিয়াছি পৌঁছাতে সাম্যের বাণী।


সহিতে আসিনি অত্যাচার
এসেছি করিতে- সদ্ব্যবহার
এসেছি এ ধরায় করিতে- পাশ
মহিতেই লাভিবো রূপ পরবাস
এই মহি ফুল সম; শুধু-
আমি অলি, আহরিবো মধু।

This is a translation of the poem Born To Gain by Imran Islam
Friday, April 17, 2020
Topic(s) of this poem: life,lyrical
POET'S NOTES ABOUT THE POEM
My native
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Close
Error Success