রোখো আমাকে ।। মার্ক হিথকট Poem by Rahman Henry

রোখো আমাকে ।। মার্ক হিথকট

Rating: 5.0

রোখো আমাকে ।। মার্ক হিথকট

.
রোখো আমাকে; কেননা তোমার রৌদ্রে স্নান করতে চাই
চাই তোমার দেহে কম্পিত হোক দখিনা এক চাঁদ
নগ্ন ছায়াগুলোর ভেতর থেকে ঝাঁপিয়ে পড়বো তোমার ওপরে
রোখো আমাকে; পাকা ধানে মই দেয়ার মত চেপে ধরবো
সহসাই, তোমাকে দেখাবো এই হৃদিকেন্দ্র
অন্ধকারে কতভাবে তোমাকে স্পর্শ করতে লালায়িত ছিলাম
আর খুঁজছিলাম দিগন্ত যা তোমার দুচোখে আলো আনে
রোখো আমাকে; কেননা তোমার রৌদ্রে স্নান করতে চাই
তোমার অভাবে ভুগছি, ক্ষুধার্ত তোমার জন্য
আর কোনও নক্ষত্র তোমার উজ্জ্বলতায় জ্বলছে না
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মার্ক হিথকট (২২ মার্চ ১৯৬৬ -) : ইংরেজ কবি, গল্পলেখক ও সংগীত রচয়িতা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করেন। পুরোনাম: মার্ক এন্ড্রু হিথকট। দুটি গল্প সংকলন ও তিনটি কবিতাগ্রন্থের জনক। তার গল্পসংখ্যা ৬০০+; কবিতা সংখ্যাও সহস্রাধিক।

.

*
#MarkHeathcotePoems
.

This is a translation of the poem Restrain Me by Mark Heathcote
Wednesday, October 18, 2017
Topic(s) of this poem: love,love and dreams,love and life,poem
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success