তুমি আছো অন্তরে Poem by Soumen Chattopadhyay

তুমি আছো অন্তরে

Rating: 5.0

পৃথিবীর বহু সকাল তোমার সঙ্গে
হেঁটেছি ঘাসের উপর রোদ্দুরে
দু'হাতে এ হাত দুটি ধরো
মাথা রেখে জুড়াবো আদিম বুকে

হৃদয়ের স্পন্দনে আমাকে
গিঁথে নিও নিজের শরীরে
নৈশব্দরা জেগে উঠুক তোমার স্পর্শে
সকল দরজা খুলে দিয়েছি, আগুন দাও
উষ্ণ হোক আমার জীবন

সকল দরজা খোলা আছে
পদ্ম গন্ধে ভরে দাও এ শূন্য প্রাসাদ
মর্মর মন্দির সাজাও জঙ্গলী ফুলে
সকল প্রার্থনা আশরীর আত্মা ঝরনার মতো
ঝরতে চেয়েছে অবিরল উজ্জ্বল রাত্রিতে

সুপ্রাচীন শান্তির প্রদীপ গুলি
তোমার অন্তরে রাখা আছে
আজ জ্বালাবো আদিম অন্ধকার মুছে দিতে
কল্পনার স্রোতে ভেসে আছি
তুমি এবার আকাঙ্খা গুলি পূর্ণ করো

ধমনীর অন্তস্রোতে
তুমি আমাকে বইছো বহুকাল—
সেই সব কথা কি ভূলেছো!

বিকেলের শেষে গোধূলি আকাশ
রাঙা মাটির কদম তলে— পথিকের বাঁশি
ঝুরিমূলে বটের সমূহ ছায়া
ভুলেছো কি সব!

আষাঢ়ের রাত্রির মেঘের মতো
তুমিও তো জমে থেকে আমারই প্রতীক্ষা করেছো

বাঁশি হাতে সেই সুর আজো বুনি
শাল পলাশের বনে...

সুরের চূড়ান্ত উত্থানে আমাকে স্পর্শ করো

রাত্রির মেঘের মতো জমে থেকোনা
প্রদীপ গুলি জ্বেলে দিয়ে ভাসাও তোমার স্রোতে
বিদীর্ণ সন্ধ্যার ভাঙা বুকে
তুমি এসো—
সুরের চূড়ান্ত উত্থানে কঠিন
প্রাসাদের মর্মরতা ভেঙে

তুমি আছো অন্তরে
Wednesday, February 12, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 05 June 2020

Isssss ki darunnnnnn ai kobita ta puro hridoy cchuye gelo jeno aguner lelihan sikha, but mon k jeno Santo snikdho kore tole lovely

0 0 Reply
Mahtab Bangalee 12 February 2020

বাঁশি হাতে সেই সুর আজো বুনি শাল পলাশের বনে... সুরের চূড়ান্ত উত্থানে আমাকে স্পর্শ করো /////// সুন্দর, অবিরাম প্রেমের ভাব প্রকাশ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success