বন্ধু ।। মার্জ পিয়ার্সি Poem by Rahman Henry

বন্ধু ।। মার্জ পিয়ার্সি


.
টেবিলে মুখোমুখি বসা ছিলাম।
ও বললো, তোমার হাতদুটো কেটে ফেলো।
ওগুলো সবসময় কোনও না কোনও জিনিসকে খোঁচাচ্ছে।
আমাকেও নাড়তে পারে।
আমি বললাম, হ্যাঁ।

টেবিলে খাবারগুলো ঠাণ্ডা হয়ে গেলো।
ও বললো, জ্বালিয়ে দাও তোমার শরীর।
পরিস্কার পরিচ্ছন্ন নয় আর যৌনগন্ধ।
চেপে চেপে আমার হৃৎপিণ্ডে ব্যথা ধরাচ্ছে।
আমি বললাম, হ্যাঁ।

ভালোবাসি তোমাকে, আমি বললাম।
সেটা খুব ভালো কথা, ও বললো,
ভালোবাসা পেতে ভালো লাগে,
ব্যাপারটা সুখ দেয় আমাকে।
তুমি কি এখনও হাতদুটো কাটতে পেরেছো?
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry

* মার্জ পিয়ার্সি (৩১ মার্চ ১৯৩৬ -) : মার্কিন কবি।
.
#MargePiercyPoems

This is a translation of the poem The Friend by Marge Piercy
Monday, June 12, 2017
Topic(s) of this poem: friend,friendship,love,love and life
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success