মানুষের জীবন ।।ফ্রান্সিস বেকন Poem by Rahman Henry

মানুষের জীবন ।।ফ্রান্সিস বেকন

Rating: 5.0


.
বিশ্ব একটা বুদবুদ; আর মানুষের জীবন-স্থায়িত্ব তারও চে' কম।
ধারণায় ধৃত রাহুগ্রস্ততা; গর্ভ থেকে কবর অবধি:
দোলনা থেকেই অভিশপ্ত, আর বেড়ে ওঠে অনেক বছর, যত্নে ও ভয়ে।
কে তবে আস্থায় নেবে মরমর মৃত্যুময়কে
জলে আঁকা ছবি, বা ধূলিতে লেখা অক্ষর ছাড়া কিছু তো নয়।
তবু, দুঃখ নিয়েও এখানেআমরা বাঁচি নিপীড়িত, কোন জীবন সেরা?
বিচারালয়গুলো বোকাদের নাচানোর স্কুল ছাড়া কিছু নয়:
গ্রামাঞ্চলগুলো পরিণত হয়েছে হিংস্র মানুষের গুহায়:
এবং যেখানে শহর সমুদয় নষ্টামি থেকে কত মুক্ত,
অথচ হয়তো এ তিনের মধ্যে তাকেই বলা চলে নিকৃষ্টতম?

গৃহসেবা তছনছ করে স্বামীর শয্যা, বা যন্ত্রণা দেয় তার শিরে:
যারা অস্ত্রিক, একাকিত্বকে অভিশাপ ভাবে, বা বাজে কিছু করে:
কারও ছেলেপুলে থাকে; যাদের থাকে না, চায় দূর হোক দূরে।
কেমন, যদি বউ না থাকে, একক দাসত্ব বা দ্বৈত-বিদ্বেষ ছাড়া কী?
আমাদের ঘর-সামলানোর সোহাগ, সে এক রোগ:
সমুদ্র পেরিয়ে কোনও বিভূঁইয়ে যেতেও, সমূহ বিপদ আর শ্রম:
আমাদেরকে ভীত করে যুদ্ধের আওয়াজ: ওইসব থেমে গেলে,
শান্তির ভেতরে আমরা দুর্দশায় পড়ি:
তা হলে বাকি রইলো কী, বরং কাঁদতেই হবে,
জন্ম নিতে নয়, দিতে নয়, মৃত্যুকে কামনায় নিয়ে।


.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* স্যার ফান্সিস বেকন [২২ জানুয়ারি ১৫৬১-৯ এপ্রিল ১৬২৬]: ইংরেজ দার্শনিক ও কবি। ইংলন্ডের এটর্নি জেনারেল এবং লর্ড চ্যাঞ্চেলর [রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা] হিসেবে কাজ করেছেন। জন্ম লন্ডনের ওয়েস্ট মিনিস্টার শহরের স্ট্রান্ডে [ট্রাফালগার স্কোয়ার সংলগ্ন]; মৃত্যুবরণ করেছেন উত্তর লন্ডনের হাইগেইট উপশহরে।

.
#FrancisBaconPoems

This is a translation of the poem The Life Of Man by Sir Francis Bacon
Wednesday, December 4, 2019
Topic(s) of this poem: life and death,lifespan,philosophy
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 04 December 2019

জন্ম নিতে নয়, দিতে নয়, মৃত্যুকে কামনায় নিয়ে///

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success