Arghyadeep Chakraborty

Arghyadeep Chakraborty Poems

ভ্রমণ করো।
ভ্রমণ করো।
দেশে ঘোরো।
বিদেশে ঘোরো।
...

আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক'টা কিনে নেবো,
এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।
আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।
এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।
...

আমরা গাছ থেকে ফুল তুলি
অথচ গাছের কষ্ট বুঝি না।

আমরা মাটি খুঁড়ে খনিজ সম্পদ তুলি
...

The Best Poem Of Arghyadeep Chakraborty

ভ্রমণ করো

ভ্রমণ করো।
ভ্রমণ করো।
দেশে ঘোরো।
বিদেশে ঘোরো।
প্রকৃতিকে দ্যাখো।
জানতে থাকো।
জানার কি শেষ আছে গো?
জেনেও জানা হয় না তো।
রহস্যকে ভালোবাসো।
বিপদকে আঁকড়ে ধরো।
রোমাঞ্চে মেতে ওঠো।
অবাক হতে থাকো।
ভাবতে থাকো।
কাল যা দেখেছো
আজ তা নতুন কিনা দ্যাখো।
ভ্রমণ করো।
ভ্রমণ করো।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/১১/২০২৩

Arghyadeep Chakraborty Comments

Close
Error Success