রোপন Poem by Rahul Shil

রোপন

তুই বড়ো খারাপ,
নিজেই ভালোবাসার অনুভুতি জাগিয়ে,
নিজেই এখন বসে কান্না করছিস।
তুই খুবই বোকা,
যে কেউ এসে তুকে কাদিয়ে যায়।
ও আমার দূর্ভাগা মন,
তুই সত্যি খুবই বোকা।
তুই হয়তোবা ভুলে গেছিস,
এখানে সবাই শকুনি।
যেখানে খাবার পাবে,
সেখানেই থাবা বসাবে।
এইটা তাদের ঐতিহ্য গত বৈশিষ্ট।
এখানে বাঁচার কোনো অস্তিত্ত্ব নেই,
বাঁচতে হলে তুকেও,
তাদের ন্যায় বাঁচতে হবে।
ওখানে ভালোবাসার কোনো অনুভুতি তুই পাবিনা।
তুই যতই ভালোবাসার বারি বর্ষন করিসনা কেন,
কখনোই তুই প্রেমের বীজ রোপন করতে পারবি না।
সবাই এখানে হিংস্র,
প্রান আছে, তবুও নির্জীব।

Saturday, November 4, 2017
Topic(s) of this poem: society
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success