উন্নতির সোপান Poem by Madhabi Banerjee

উন্নতির সোপান

ছেলে যদি হয় 100% মার্কা ।
ধরে নাও সে যাবে জাপান, লন্ডন নয়ত আমেরিকা।।
যদি হয় সে 75% এর কেউকেটা ।
অবশ্যই যাবে সে দিল্লী, বেঙ্গালুরু নয়ত কোটা।।
আর যদি হয় সে 50% এর সারিতে।
নিশ্চয় যাবে সে শশুরবাড়ির কাছাকাছি নয়ত ফ্ল্যাট বাড়িতে।।
আর যদি হয় সে 50% এর অধীনে নিতান্তই সাধারন।
তবেই থাকবে মায়ের কোলে বাছাধন।।

Tuesday, August 25, 2015
Topic(s) of this poem: career
COMMENTS OF THE POEM
archana bandyopadhyay 06 May 2019

দারুণ বাস্তব গ্রেডেশান করেছ। আর তোমার কবিতাটির গড়ন হয়েছে নির্ভার অথচ বক্তব্য প্রকাশে ক্ষণপ্রভ বিদ্যুতের মত উজ্জ্বল।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success