পুষি বিড়াল Poem by Dr. Prabir Acharjee Nayan

পুষি বিড়াল

পুষি আমার বিড়াল ছানা
তাইতো পুষির সাথে,
খেলতে আমার নেইতো মানা
সকাল বিকাল রাতে।

পুষিতো আমারি
কোলে বসে থেকে,
টিভিতে রোজ রোজ
কার্টুন ছবি দেখে।
আমি যেই আদর করে
বুলিয়ে দিই হাত,
পুষিও আদরে মুখ
রাখে আমার হাতে।

বড়রা এসে যখন
পাল্টে দিতে চায়,
পুষিও আমার মতো
ভীষণ কষ্ট পায়।
আমিতো নীরব থাকি
সে থাকে না,
মিউ মিউ ডেকে উঠে
বুকেরই ব্যাথাতে।

Monday, August 25, 2014
Topic(s) of this poem: animals
POET'S NOTES ABOUT THE POEM
বিড়াল যেখানে তার ভাষায় প্রতিবাদ করতে পারে সেখানে মানুষ তার অধিকারের কথা বলতে পারে না।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success