ববিতা তোমার Poem by Ashraful Alam Shikder

ববিতা তোমার

ববিতা তোমার কবিতা বেরিয়ে আছে
কলকাতার বাসে চিৎকার করে বলেছি তিনবার
জানা কথা, ও নামে কেউ ছিল কিনা বাসে, জানি না
কবিতা মানে ঠিক যে জিনিসটা বুঝিয়েছি
তা সবাই বুঝেছে ঠিকই

শাড়ীতে কামিজে বিব্রত
জর্জ বিশ্বাসের গানে সারা কলকাতা নড়ে
আমি ট্রাম-বাস-ট্রেনে কলেজে আসি-যাই
পথে সত্যজিৎ, মৃনাল, গোবিন্দ নিহালিনি, স্মিতা পাটিল
কলকাতা গরীব, মশা ময়লা আর লোডশেডিং
আমার বয়স অল্প
লাল মশাল দেয়ালে দেয়ালে
দেয়ালে দেয়ালে বম্বের রাগী পুরুষ
ববিতারা সব অবাক
কী খারাপ ছেলে
শুধু একজন কাধেঁর ওপর জামাটার
ফিতা ঠিকঠাক করে ঢেকে মনে মনে বলে
ভারী অসভ্য মানুষ

তারপর এদিকে তাকায়, ঈশারায়
ডাকে, পাশের সিটটা খালি হয়ে গেছে
কলেজ কি তখনো অনেক দূর

Friday, October 3, 2014
Topic(s) of this poem: love and art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success