নারী Poem by Rahul Shil

নারী

নারী মানে মাতৃত্ব,
নারী মানে জন্মদাত্রী,
নারী হলো দময়ন্তী, সীতা ও সাবিত্রী।
নারীতে মোদের জীবন গাঁথা
নারীতেই মোদের স্বপ্ন মাখা।
তবুও কেন আজ লিখে যায় তারা সহস্র
বলিদান!
আজ তবে কেন নারীরা পায় না যথার্থসম্মান?
আমি তো দেখিনি কখনো কোনো সংবিধান,
যেথায় শুধু নারীরা পাবে অপমান।
আমি তো দেখিনি কোনো পুরাণ,
যেথায় লিখিত আছে নারীরে করিতে হবে অসম্মান।
ছিল মেয়ে হলো আজ নারী,
এমনি করি সৃষ্টির আদিকাল ধরি তোমরাই তারেবানিয়েছ নারী।
গৃহিণী করি আনি বানিয়েছ দাসীবাঁদী, করিছ তারে অবলা নারী।
পরে যবে মরিলে তুমি
তোমার জ্বলন্ত আগুনে জ্বলিলো আমার সতী।
তবুও তুমি মহান পুরুষ,
তুমিই মহানুভব!
আজও থামোনি তুমি
অাজও তোমার অধর্মের চাকা ঘুর্নায়মান।
আজও অন্তরালে করিছ পাপ তুমি।
তফাৎ শুধু এটাই পূর্বে ছিলো বাল্যবিবাহ
আজ করছ ধর্ষণ।
তবুও তুমি মহান,তুমিই মহা পুরুষ!

[ বিঃদ্রঃ - - সকল পুরুষ জাতির উদ্দেশ্যে বলা হয় নি। সমাজে কিছু অসভ্য, বর্বর ব্যাক্তি কে বলা হয়েছে ]

Saturday, September 1, 2018
Topic(s) of this poem: satire of social classes
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success