স্বপ্ন চুর Poem by Rahul Shil

স্বপ্ন চুর

নিজের সবটুকু একদিন অন্যের নামে লিখে দিয়েছিলাম।
লিখে দিয়েছিলাম সেই স্বপ্ন টুকু
হৃদয়ের অন্তরায় শুধু তার নাম টুকুই আমার ছিল।
ভুল বলতে শুধু এটাই ছিল।
চুপটি করে মনের খাতাটায় লিখেছিলাম সেই নামটা।
বোধ হয় এটাই ছিল আমার সেই ভুল।
আমার জীবনের সব টুকু বিকিয়ে দিয়েছিলাম সেই  মানুষটার কাছে।
বোধহয় এটাই ছিল আমার ভুল।
জীবন আমার শত দুঃখে ভরপুর হওয়া সত্যেও
দিতে চেয়েছিলাম সব টুকুই তোমায়
বোধহয় এটাই আমার  ভুল ছিল।
ভালোবাসার মানে টুকু না বুঝে নিস্বার্থভাবে  ভালোবেসে ছিলাম তুমায়
বোধহয় এটাই আমার সব থেকে বেশি
ভুল ছিল।
তাইতো আজ সব কিছু নিয়ে
চলে গেলে তুমি
ভালোবাসাটাও বুঝি আজ তোমার কাছে ফেলনা।
জানি হয়তোবা এটা তোমার কাছে একটা খেলনা।
কিন্তু এটা আমার কাছে অমূল্য রতন ছিল।
আজ সব কিছু নিঃস্ব করে
চলে গেলে  তুমি।
শুধু রেখে গেলে বেদনায়  ভরা
ঘুন ধরা স্মৃতি গুলো।
আজও আড়ালে ভিজে যায় সেই বালিশ গুলো।
আজও আমি কবিতার ছন্দে
খুদিয়ে যাই বিরহ সেই ব্যথা।
মন চায় ভুলতে তুমায়
তবু পারেনা ভুলতে এই বেহায়া মন।
তবে ভুলবে সে একদিন
যেদিন কেউ এসে মুছে দেবে অশ্রু ধারা।
তবে সেদিন আর  ভুল করবো না আমি।

Thursday, March 8, 2018
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success