আমি নিরুপায় Poem by Rahul Shil

আমি নিরুপায়

হয়তোবা তুমি আমার পাশে নেই,
কিন্তু আমারঅন্তরে আছ।
হয়তোবা আমি তুমাকে দেখতে পাইনা,
কিন্তু তবুও তুমায় দেখতে চায়
আমার এই অভাগা মন।
জানি তুমায় ছুঁয়ে অনুভব করার
অধিকার আমার নেই ।
কিন্তু তবুও তোমায় ছুঁতে ইচ্ছে করছে আমার এই অবাধ্য মনটির।
কি করবো বলো
আমি নিরুপায়
তাই তো এই মনটা
সারা জীবনের জন্য তুমার একটা ছবি অঙ্কন করে ফেলেছে।
কিন্তু কি করবো বলো
আমি নিরুপায়।
আমার যে আর কিছু করার নেই।
জানি এইসব বে-আইনি।
কিন্তু কি করবো বলো
আমার এই অভাগা মনটা তো
বুঝতেই চাইছেনা।
কি যে দুষ্টামি করে, , , ,
তা তুমায় বলেও বুঝাতে পারবোনা।
শত বার বারন করা সত্যেও
ও ঠিক সেই বদ্ধ জানলাটা খুলবেই
আর নিজে নিজেই কষ্ট পাবে।
অনেক বুঝিয়েও পারিনা
শুধু তোমার কথাই ভাবে।
যত বার আমি বলি
যত বার আমি বুঝাই ।
ঠিক তত বারই
আমার মুখের উপর বলে দেয়
"না, , , , সে আসবে, সে অবশ্যই আসবে,
তুমি দেখেনিও, , , আমার কথাই একদিন সত্য হবে।"
সত্যি বড্ড বেশি ভালোবেসে ফেলেছে।
কি যে করি
আমার এই অভাগা মনটা নিয়ে।
আমিতো কিছুই বুঝে উঠতে পারছিনা।
কে যে বুঝাবে এই মনটাকে
তা তো ভগবানই জানে।
আবার নাকি সারাটা দিন
তুমায় নিয়ে স্বপ্ন দেখে।
কিছুতেই আমার কথা শুনছেনা ।
কিন্তু কি করবো বলো
আমি একেবারে নিরুপায়।
আমি অসহায়, , ,
আমি জানি তুমি কখনো আসবেনা
কিন্তু ওকে কে বুঝাবে?
ও তো তুমাকে বড্ড ভালোবাসে
হ্যাঁ বড্ড ভালোবাসে।


HUSABSAR

Sunday, February 11, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success