জানি আবারও আসবে সেই দিন Poem by Rahul Shil

জানি আবারও আসবে সেই দিন

স্বপ্নটা আজও আমায় কাঁদিয়ে যায়,
কিন্তু তবুও এক ফোটা জল পরেনা।
আজও সেই দিনগুলির কথা
আমার ভীষন মনে পরে।
কিন্তু তবুও আমার দুই নয়নে 
অশ্রু আসেনা।
আজ সব শুকিয়ে গেছে।
মনের প্রতিটা কোনায় কোনায় 
রয়ে গেছে মরুবালি রাশি।
দুঃখের তীব্র হাওয়ায় 
জীবনের অনুভূতি গুলো সব 
উলট পালট হয়ে গেছে।
সেই বিধ্বংসি কালবৈশাখীর কথা 
আমার এখনো মনে  আছে,
ভুলিনি কিছুই,
সব কিছুই আমার মনের  প্রতিটি জায়গায়
আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে।
জড়িয়ে আছে প্রতিটি শিরায় শিরায়।
আজও আমার মনে আছে সেই নিষ্ঠুর দিনটার কথা।
মনে আছে সেই দিনটির কথা ,
যেদিন আমার সূর্য শেষ বারের মতো পশ্চিমে অস্ত গিয়েছিল।
সব কিছু হারিয়ে শূ্ন্য হয়ে গেছে আমার পরিপূর্ন্য জীবনটা।
জানি হয়তোবা সবকিছুর একদিন নিস্পত্তি ঘটবে,
তাই আজও আমি পথ চেয়ে আছি সেই রঙ্গিন ভোরের,
যে ভোর আমার সকল দুঃখকে ভুলিয়ে দেবে।
আর শুরু হবে এক নতুন ভোরের,
যেখানে সরসতা আরস্নিগ্ধতা বাসা বুনবে।
আজও আমি খুঁজে বেড়াই,  
জ্যোস্নার সেই মায়াবি রাত্রি।
যেখানে কোনো কোলাহল থাকবেনা,  
সেখানে শুধু বিরাজ করবে 
স্তব্দতা আর শান্তি।
আজও সেই ভোরের আশায় 
আমি দিন গুনছি।
জানি সেদিন আর বেশিদিন নেই ,
যেদিন আমার সূর্য আবারও
নতুন এক রঙ্গিন ভোর নিয়ে আসবে।
আমি আজও সেই অপেক্ষায় আছি।

HUSABSAR 

Saturday, February 10, 2018
Topic(s) of this poem: luck
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success