😢😢আশাহীন আকাঙ্খা😢😢 Poem by Rahul Shil

  😢😢আশাহীন আকাঙ্খা😢😢

😢😢আশাহীন আকাঙ্খা😢😢
   """""""""""""""""""""""""""
একটি ছেলে রাস্তার পাশে Bus Top এ দাড়িয়ে ছিল। সেই সময় মেয়েটি ছেলেটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই......

ছেলেটি: - এই যে শুনছেন।
মেয়েটি: - হ্যাঁ, বলুন- - -

মেয়েটি যখন পিছন ফিরল, তখন ছেলেটি অবাক দৃষ্টিতে শুধু মেয়েটির দিকেই তাকিয়ে রইল, কিছুতেই চোখ সরাতে পারছিলনা।
মনে হয়েছিল ওর স্বপ্নের সেই মানুষটা আজ ওর সামনেই ধরা দিল, যাকে সে এতদিন খোঁজছিল।

মেয়েটি: - আপনি কি আমায় ডেকেছিলেন?
ছেলেটি: - হ্যাঁ, ইয়ে-মানে - -আপনার পার্সটা পড়েগিয়েছিল।
মেয়েটি: - আরে এইটা তো আমার।পার্স।কোথায় পেয়েছেন এইটা?
ছেলেটি: - আপনি যখন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন । ঠিক তখনই পড়েগিয়েছিল।আমি এইটা দেখেছিলাম এবং আপনাকে দেওয়ার জন্য ডাকছিলাম।
মেয়েটি: - ও- - -আচ্ছা,   আপনাকে অসংখ্য  ধন্যবাদ। আপনি না থাকলে আজকে আমি সমস্যায় পরে যেতাম।
ছেলেটি: -It's ok. এইটা আমার কর্তব্য।

  তারপর কিছু‌‍ক্ষন পর মেয়েটি ওর পার্সটি নিয়ে এখান থেকে চলেগেল। কিন্তু ছেলেটা এখনো মেয়েটার চেহারাটা ভুলতে পাচ্ছিলো না।
প্রতিটি রাতে ওই মেয়েটির ভাবনায় সে দুই নয়ন এক করতে পারতনা। প্রতিটা সময় শুধু তার সেই নাম না জানা অপরাজিতার কথাই মনে পরত।
   
             ৫ দিন পর
সেই Bus Top এ আবার তাদের দেখা হল।
মেয়েটিকেই দেখে ছেলেটি এক দৌড়ে ওর কাছে ছুটে এলো।

ছেলেটি: -Hi,
মেয়েটি: - Sorry please, কিছু মনে করবেন না। আমি আপনাকে ঠিক চিনতে পারিনি।
ছেলেটি: -৫ দিন আগেই তো আমি আপনার পার্সটা হাতে তুলে দিয়েছিলাম। আর আজকেই আপনি ভুলে গেলেন।
মেয়েটি: - ও- -হ্যাঁ, Please কিছু মনে করবেন না । Actually কিছু দিন আমি একটু মানসিক ভাবে দুর্বল ছিলাম।
ছেলেটি: - It's ok, আপনি তো আমাকে আপনার সমস্যাটি বলেছেন। আমি আপনার কথায় কিছু মনে করিনি।
মেয়েটি: -ধন্যবাদ।
ছেলে: - আচ্ছা, আমি কি আপনার নাম জানতে পারি?
মেয়েটি: - আমার নাম কোয়েল। আর আপনার নাম.......?
ছেলেটি: -আমি অভিজিৎ।

তারপর তাদের মধ্যে দীর্ঘ আলাপের পর বন্ধুত্বপূর্ন সম্পর্কের এক নতুন ভিত তৈরী হল। কোয়েল এবং অভিজিৎ তাদের বন্ধুত্বে খুবই খুশি ছিল।
কিন্তু অভিজিৎ কোয়েলকে খুব Miss করতে শুরু করল এবং ধীরে ধীরে ভালো লাগতেও শুরু করল।
অভিজিৎ বুঝতে পারল সে কোয়েলকে ভালোবেসে ফেলেছে।
সে বন্ধুত্ব ভাঙ্গার ভয়ে, মুখ ফুটে কিছুই বলতে পারছিলনা।
কিন্তু সর্ব শেষে সে ভাবল যে তার সকল মনের কথা ওকে বলা দরকার।
সে ভাবল যে আগামী সূর্যদয়ই তার ভালোবাসার এক নতুন অধ্যায় চয়ন করবে।তাই সে আগামী দিন কোয়েলকে তার মনের সব কথা বলবে বলে ঠিক করে।
  আগামীকাল সূর্যদয়ের পর যখন দুজনে Bus Stop এ দেখা হল, ঠিক তখন......

  অভিজিৎ: - কোয়েল তোমাকে একটা কথা বলার ছিল। কথাগুলো তোমায় বলবো বলবো করে আর বলাই হয় না। তাই আমি ভাবলাম যে আজকে তোমাকে এই কথাটা বলা খুবই প্রয়োজন।
কোয়েল: - হ্যাঁ, আমার ও তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। কিন্তু আমারও  আর বলবো বলবো করে আর বলা হয় না।
অভিজিৎ: - আচ্ছা ঠিক আছে, আগে তুমিই বলো।
কোয়েল: - অভিজিৎ ২ দিন পর আমার বিয়ে ঠিক হয়েছে। তাই তুমাকে invite করতে এলাম।
কোয়েল: - অভিজিৎ ২ দিন পর আমার বিয়ে ঠিক হয়েছে। তাই তুমাকে invite করতে এলাম।
হয়তোবা তুমি ভাবছো যে তুমি আমার Best Friend হয়েও কেন আমি তুমায় কিছু বলিনি। Actually তখন আমার আর ওর সম্পর্ক নিয়ে একটু সমস্যা হয়েছিল । তাই আমি ভাবলাম যে সমস্যা মিটে গেলেই আমি তুমাকে বলবো। কিন্তু তখন বলতে পারিনি। please কিছু মনে করোনা। আর আমার বিয়েতে তোমাকে আসতে হবেই। এই নাও আমার কার্ড।
কোয়েলের এই কথায় তাঁর সকল আশাগুলি তাসের ঘরের মতো চূর্ন-বিচূর্ন হয়ে যায়।

অভিজিৎ অবাক দৃষ্টিতে কোয়েলের দিকে তাকিয়ে বলল....
ছেলেটি: - হ্যাঁ, আমি আসব।
আরে....পাগলি তুমার বিয়ে বলে কথা আর আমি আসবনা, তা কখনো হয়? আমি নিশ্চয় আসবো।
এই শুনেই খুশিতেই আত্মহারা হয়ে কোয়েল এখান থেকে চলে যায়। কিন্তু একটি বারও অভিজিতের মনের কথাটা বুঝতে পারছিলনা।
অভিজিতের দুই নয়ন অশ্রুতে ভরে গেল।
তীর বিদ্ধ পাখীর মত তাঁর ভাঙ্গা হৃদয়টা ছট-ফট করছিল। বৃষ্টিহীন বর্ষা আজ তার পৃথিবীকে গভীর  সমু্দ্রে তলিয়ে দিল।

অভিজিৎ কোয়েলকে পাগলের মতো ভালোবাসে । তাই সে তাকে নিজের স্বার্থের জন্য ভালোবাসেনি। কোয়েল যেখানেই থাকোক না কেন সে যাতে সুখি হতে পারে এইটাই সে চায়। এর চেয়ে বেশি সে আর কিছু চায় না।

Wednesday, December 27, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
1 / 18
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success