পল্লিগ্রাম Poem by Rahul Shil

পল্লিগ্রাম

আকা-বাকা এই অমসৃন পথ চলিতেছে,
শহরের ওই রাস্তার মোরে।
কেউ চলিতেছে হাট-বাজারে
কেউ বা অফিস-আদালতে।
চলিতেছে যেন রাস্তার মাঝে
বিনা ইশারাতে।
নেই কোনো ট্রাফিক-পুলিশ,
নেই বা কোনো হেমলেট।
সবাই চলিতেছে আপন মনে,
নিজ নিজ প্রয়োজনে ।
চলছে স্কুল, আসছে শিশু;
রাস্তার ওপারেতে।
ধীরে চালাও, আস্তে চালাও;
মেনে চল আইন।
কলসি নিয়ে আসছে বধূ,
গ্রামের ওই পারাতে।

Tuesday, October 31, 2017
Topic(s) of this poem: society
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success