অপরাজিতা Poem by Rahul Shil

অপরাজিতা

কি আচমকা সেই শব্দ তোমার,
সু সু করে বইতে থাক তুমি।
সত্যি,
তোমার নামটা আমার আজও অচেনা,
কেউ তোমাকে বলে বাতাস।
আবার কেউবা ডাকে পবন,
আবার কেউ হাওয়া ও বলে।
এক এক ভাষায় তোমার এক এক নাম
তাইতো তুমি আজও আমার কাছে অপরাজিতা।
তোমার সুমধুর শব্দে আমার পরান জুরায়।
তুমি যখন আমার পাশ দিয়ে বইতে থাক।
তখন হঠাৎ আমার প্রানের সেই জানুটার কথা মনে পরে।।
তুমি সত্যি অপূর্ব সৃষ্টি
যখন আমার নাসারন্দ্রে তুমি স্পর্শ কর ।
তখন মনে হয় আমার জানুটা আমার খুব কাছে আছে।
তুমি যখন আমার সারা শরীরে স্পর্শ কর,
তখন আমার মনে হয়,
আমার জানু আমাকে স্পর্শ করছে।
তুমি সত্যি অপূর্ব।
আমি ঠিক জানিনা,
তুমি তোমার সু সু শব্দে কি বলতে চাইছ।
জানিনা কেন আমার সেই শব্দটি বড় বেকুল লাগে।
জানিনা কেন মনে হয় তুমি বড় কষ্টে আছ।
কিসের এত কষ্ট তোমার?
মনে হচ্ছে কে যেন তোমার বাকশক্তি আজ রোদ্ধ করে দিয়েছে।
যতবারই তুমি তোমার কষ্টটাকে বলতে চাইছ,
ততবারই বাধা দেয় এই নির্মম প্রকৃতি।
মনে হচ্ছে যেন,
তুমিও তোমার হারানো প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছ।
তোমার ওই সু সু শব্দে কি বলতে চাইছ,
আমি জানিনা, , , , , , , ,
আমি সত্যি জানিনা, , , ,
আমি সত্যি জানিনা।।

Monday, September 25, 2017
Topic(s) of this poem: natural
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success