কোথায় তুমি? Poem by Rahul Shil

কোথায় তুমি?

মন অাজ নিরব হয়ে ভাবে শুধু তোমাকে।
কোথায় যে হারিয়ে গেলে আমার জীবন থেকে।।
তুমি আশার আলো এনেছিলে আমারই ফেলে রাখা জীবনটিতে।
হঠাৎ করে একদিন স্বপ্ন উড়ানের মতো এসেছিলে আমার ওই অতীতের স্বপ্নে।
জীবন আমার সুখময় হয়েছিলো, তুমার ছোঁয়াতে।
আমারই জীবন মাঝারে এনেছিলে তুমি হলির সেই সাতটি রং।
যখন হলি আসতো,
তখন আমি চুপটি করে , তোমার ওই নরম গাল দুটিতে ভালোবাসার সাতটি রং এ বিবর্ণ করে দিতাম।
কোথায় যে হারিয়ে গেলো সেই দিন?
আজ আমি নিরবে ভাবছি শুধু তোমারই কথা।
করেছিলে শপথ তুমি, আমাকে ছুঁয়ে ।
যাবেনা কখনো তুমি আমাকে ছেড়ে।
চলেতো গেলে তুমি এই ভুবন ছেড়ে।
একটি বার ও কি পরলোনা মনে আমাকে?
ভাবলেনা, , , কখনো থাকবো কিভাবে আমি ছেড়ে তোমাকে।
মনে যে পরছে আজ ভীষণ তোমাকে।
বসে আছি আমি ঘরের ওই কোণটিতে।
হয়ে তো গেলাম, আজ আমি বরো একা
বলতে কি পার তুমি.........
কার সাথে খেলবো আমি হলি?
কেন তুমি আকাশের তারা হয়ে হাসছো মিট্ মিট্ হাসি?
শুনতে কি পাওনা আমার ওই বেদনা?

Friday, September 15, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success