মা Poem by Rahul Shil

মা

মন আজ শীতল হল,
শীতলতার স্পর্শে।
আকাশ আজ আলোকিত হল,
চন্দের স্পর্শে।
কবিতা আজ স্বার্থক হল,
কবির স্পর্শে।
ভারত আজ উন্নত হল,
উন্নয়নের স্পর্শে।
আমি বড়ো হলাম মাগো আজ,
তোমারই স্পর্শে।
যখন আমি ছিলাম মাগো,
তোমার এই পেটে।
কত যন্ত্রনাইনা সহ্য করেছ তুমি,
আমার জন্যে।
দেখিয়েছ তুমি আমায়,
এই ভুবন ভরা সব মহিমা।
মাগো, , , , , , , , , , , , ,
তুমিই তো দেখিয়েছ,
আমার আশার আলো।
মাগো তুমার ওই কোল দুটিতে,
আমার পরান জুরায়।
শিখিয়েছ তুমি আমায়,
কথা বলার সকল ভাষা।
যখন তোমায় ডেকেছি মা বলে,
সকল কষ্ট তোমার হয়ে গেলো মুচন।
মাগো, , , , , , তোমার কাছ থেকেই,
আমি শিখেছি পথ চলা।
তাইতো আজ আমি চলেছি,
তোমার বলে যাওয়া সেই পথটি ধরে।
জনম জনম মাগো থাকি যেন আমি,
তোমার সন্তান হয়ে।

Sunday, November 19, 2017
Topic(s) of this poem: mother
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahul Shil

Rahul Shil

Mirza, Udaipur, Gomati, Tripura
Close
Error Success