স্থগিত স্বপ্ন ।। ল্যাংস্টন হিউস Poem by Rahman Henry

স্থগিত স্বপ্ন ।। ল্যাংস্টন হিউস

Rating: 5.0

কী ঘটে স্থগিত স্বপ্নের বেলায়?

রোদে দেয়া কিসমিসের মত
শুকিয়ে যায়?

নাকি পুঁজে ভরে ওঠে ফোঁড়ার মত__
আর তারপর ছুটতে থাকে?

পচা মাংসের মত উদ্রেগ করে অরুচি?
নাকি দানাদার হয়ে চিনি জমে যায়
অতিমিষ্ট রসগোল্লার মত?

হয়তো শুধুই লটকে থাকে
ওজনদার বস্তার মত।

নাকি বিস্ফোরিত হয়?



*Bengalized by Rahman Henry


** Original:

Dream Deferred - Poem by Langston Hughes

This is a translation of the poem Dream Deferred by Langston Hughes
Wednesday, January 27, 2016
Topic(s) of this poem: dream,running,sun
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success